বিশ্বমানের ল্যাবরেটরিতে যেকোন টেস্ট করতে চলে আসুন ইমপালস হাসপাতালে

Let's be Together



Info

Let's be Together

Extra info thumb

Services

Our Services

Impulse Medical professional services

Impulse is the Brainchild of a group of specialist doctors who wanted to contribute a “One Stop Standard Quality Health Service Centre” in the health care system of our country. We are transparent and very much committed to our works with devoted soul. We have knowledge and expertise at its maximum. Our primary motto is to “Serve First”. We know that as we are providing excellent service, outcome is its logical consequence. We are concern to the mental agony of a family and friends when their dear one becomes ill and come to hospital with their illness with distressed mental condition. We are empathic and serve the ill and distressed soul with our maximum clinical competence and compassionate care. Our Multi-disciplinary Expert Health Care Service Provider Team are here to serve you in your time of health care need “Day-Night 24 hours” all through 365 days’ year under one umbrella.

Our Services

Impulse Hospital professional services

Why Impulse Hospital is best all time since 2017. desires to obtain of itself, because it is pain, but because
occasionally circumstance procure him some great deals

Join Our conference & events know more us also be careful myselfJoin us here.

Do You Have
Emergency.

Call Our Ambulance

What is your question in mind?

আমরা কাজের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছ। এখানে কোন প্রকার বাড়তি খরচ বা বাড়তি পরীক্ষা-নিরীক্ষা বা অহেতুক হাসপাতালে ভর্তি আমরা সর্বতভাবে এড়িয়ে চলি। রোগীর সেবার ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক এবং আমরা বিশ্বাস করি যে, আগামীকাল আমাকেও সেই অবস্থায় পড়তে হতে পারে।

আমরা অফিসিয়ালি কার্যক্রম শুরু করেছি সেপ্টেম্বর ২০১৭ সালে। যদিও প্রাথমিক পর্যায়ে এটা অত্যন্ত সীমিত আকারে ছিল।

প্রায় ২ হাজার স্কয়ারফিট জায়গা নিয়ে আমাদের আছে এক সমৃদ্ধ বিশাল ল্যাবরেটরি। এছাড়া ১ হাজার স্কায়ারফিট নিয়ে আমাদের আছে একটি মলিকুলার ল্যাব। আমাদের ল্যাবরেটরি এবং মলিকুলার ল্যাব সর্বাধুনিক ও অত্যাধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ। সর্ব প্রকার পরীক্ষা-নীরিক্ষা এবং মলিকুলার টেষ্ট (আরটি-পিসিআর) আমরা নিয়মিত করে আসছি। আমাদের রয়েছে অত্যন্ত দক্ষ এবং নিবেদিতপ্রাণ জনবল। আমরা আপনাদের রিপোর্ট সরাসরি ইমেইল বা হোয়াটস এ্যাপের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেই। যাতে করে আপনাদেরকে হাসপাতালে আসতে না হয়।

আমাদের Blood Bank ২৪ ঘন্টা খোলা থাকে। প্লাজমা ফেরিসিস, প্লাটিলেট পেরিসেস সহ সকল প্রকার সুযোগ-সুবিধা ইমপালস Blood Bank কে আছে।

আরটি-পিসিআর এবং র্যাপিড এন্টিজেন টেষ্টসহ কোভিডে-১৯ এর সকল প্রকার পরীক্ষা-নীরিক্ষা এখানে করা হয়।

আমরা বিদেশগামীদের জন্য নিয়মিত আরটি-পিসিআর টেষ্ট করছি। আমাদের সর্বোচ্চ ১২ ঘন্টার মধ্যে টেস্টে রিপোর্ট দিয়ে দেই। আমাদের টেষ্টে আজ পর্যন্ত কোন রিপোর্ট ভুল আসেনি।

করোনার সময় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক কোভিড আইসিইউ পরিচালনা করার অভিজ্ঞতা এবং দক্ষতা আছে। আমাদের আইসিইউ/এইচডিইউর বেড সংখ্যা প্রায় ৫৬টি।

আমাদের রয়েছে বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডাঃ অসিত বরণ অধিকারী। ওপেন হার্ট সার্জারী, ক্লোজ হার্ট সার্জারী এবং সকল প্রকার ভাল্ব সার্জারী এখানে নিয়মিত হয়ে থাকে। অত্যাধুনিক হার্ট লার্ন মেশিন, ড্রাগার এর এনেসথেসিয়া মেশিন, অত্যাধুনিক ২টি মডিউলার কার্ডিয়াক গুটিসহ এতদসংক্রান্ত সুবিধাদি এখানে রয়েছে।

আমাদের রয়েছে অত্যন্ত দক্ষ কার্ডিয়াক টিম। অত্যাধুনিক ক্যাথল্যাব, ২২ বেড এর সিসিইউ, প্রত্যেকটি সিসিইউ বেড এর জন্য সেন্ট্রাল অক্সিজেন, মনিটরসহ অন্যান্য সব সুবিধাদি রয়েছে। প্রাইমারি এনজিওপ্লাষ্টি সহ সকল প্রকার ইনভেসিব নন-ইনভেসিব হার্ট এর প্রসেডিউর এখানে নিয়মিত করা হয় ২৪ ঘন্টা।

আমাদের দুইজন কনসালটেন্ট এর নেতৃত্বে কাজ করছে একটি দক্ষ ও আন্তরিক এনআইসিইউ টিম। আপনার শিশুর যে কোন সমস্যার জন্য আপনি নিশ্চিন্ত মনে চলে আসতে পারেন ইমপালসের এনআইসিইউতে।

২২টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন সমৃদ্ধ একটি ডায়ালাইসিস সেন্টার। এখানে ট্রিপল ফিলট্রেশন সমৃদ্ধ আরও সিস্টেম এর গর্বিত অধিকারী আমরাই। আমাদের ডায়ালাইসিস সেন্টার এর সার্বিক তত্ত্বাবধানে আছেন প্রফেসর ডাঃ মুজিবুল হক মোল্লা। তিনি একজন অত্যন্ত স্বনামধন্য নেফ্রোলজিষ্ট।

আমাদের ফার্মেসী ২৪ ঘন্টা খোলা থাকে। সঠিক আর্দ্রতা এবং মান বজায় রেখে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ঔষধ সংরক্ষন করা হয়। এতে করে ঔষধের গুণগতমান সঠিকভাবে বজায় থাকে। বাংলাদেশের প্রথম সারির ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান হতে আমরা সরাসরি ঔধষ ক্রয় করি। আমরা কোনরকম বাজে প্রতিষ্ঠান হতে কোন ঔষধ ক্রয় করি না। আমাদের ফার্মেসী ২য় তলায়।

ইমপালস ফিজিওথেরাপি সেন্টার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। এখানে সর্বাধুনিক যন্ত্রপাতি এবং উচ্চমানের দক্ষ ও আন্তরিক কর্মী। আমাদের ফিজিওথেরাপি কনসালটেন্ট বিশ্বমানের।

আমাদের কসমেটিক সার্জারি বিভাগে সব রকম কসমেটিক সার্জারি হয়ে থাকে। Q-Switch Nd YAG Laser, CO2 Surgical and Fractional Laser সহ পিআরপি, সেন্ট্রিফিউজ মেশিনসহ অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের এখানে রয়েছে।

More Information Is Here